Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

পীরগঞ্জ উপজেলা পরিষদ গেটে প্রবেশ করতেই হাতের ডান পার্শে মসজিদ সংলগ্ন এই অফিসটি অবস্থিত।যুব সমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপর অনেকাংশই নির্ভরশীল। যুব সমাজের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতীর অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। র্পথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও যুব সমাজ জাতীর ভবিষ্যত কর্ণধার,নীতি নির্ধারক ও সিদ্ধান্ত গ্রহণকারী। জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমূখী অংশ হচ্ছে যুবগোষ্ঠি। দেশের অসংগঠিত,কর্মপ্রত্যাশী এই যুবগোষ্ঠিকে সুসংগঠিত,সুশৃংখল এবং উৎপাদনমুখি শক্তিতে রুপান্তরের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় যুব নীতিমালা অনুযায়ী বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী জনগোষ্ঠিকে যুব হিসেবে অভিহিত করা হয়েছে। আপনাদের সেবার জন্য সকাল ৯.০০ টাথেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত অফিস খোলা থাকে (সরকারী ছুটির দিন ছাড়া)