পীরগঞ্জ উপজেলা পরিষদ গেটে প্রবেশ করতেই হাতের ডান পার্শে মসজিদ সংলগ্ন এই অফিসটি অবস্থিত।যুব সমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপর অনেকাংশই নির্ভরশীল। যুব সমাজের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতীর অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। র্পথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও যুব সমাজ জাতীর ভবিষ্যত কর্ণধার,নীতি নির্ধারক ও সিদ্ধান্ত গ্রহণকারী। জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমূখী অংশ হচ্ছে যুবগোষ্ঠি। দেশের অসংগঠিত,কর্মপ্রত্যাশী এই যুবগোষ্ঠিকে সুসংগঠিত,সুশৃংখল এবং উৎপাদনমুখি শক্তিতে রুপান্তরের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় যুব নীতিমালা অনুযায়ী বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী জনগোষ্ঠিকে যুব হিসেবে অভিহিত করা হয়েছে। আপনাদের সেবার জন্য সকাল ৯.০০ টাথেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত অফিস খোলা থাকে (সরকারী ছুটির দিন ছাড়া)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস